আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ২০তম এজিএম

| অর্থ-বাণিজ্য

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মালেক। সভায় অন্যদের মধ্যে পরিচালনা পর্ষদের সদস্য, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, এসভিপি ও কোম্পানী সচিব অলি কামাল, এফসিএস ও উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভায় ২০১৮ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ (বোনাস শেয়ার) অনুমোদন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি