৯ থেকে ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে হবে এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ নারী হকি। টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ভারত, নেপাল, কাতার ও স্বাগতিক দল। আন্তর্জাতিক টুর্নামেন্ট সামনে রেখে চলছে নারী দলের ক্যাম্প। প্রাথমিক পর্যায়ে ৬০ জন আছেন প্রাথমিক ক্যাম্পে, ২৯ মে প্রথম পর্বের শেষ দিন ৩০ জন করা হবে, এদের উন্নত প্রশিক্ষণের জন্যে পাঠানো হবে ভারতের চেন্নাই ও পাতিয়ালায়। কোচ ও খেলোয়াড়দের প্রত্যাশা প্রথম আসরেই বাজিমাত করবেন দেশের নারী হকি খেলোয়াড়রা। ক্যাম্পে যোগ দেওয়া ৬০ খেলোয়াড় দেশের ১২টি জেলার। তিন ধাপের ক্যাম্প শেষে যে খেলোয়াড়ের সংখ্যাটা এসে দাঁড়িয়েছে ২৫।