বাংলাদেশের বিশ্বকাপ
ক্রিকেট বিশ্বে বাংলাদেশের সাম্প্রতিক প্রায় সব সাফল্য পাঁচ অভিজ্ঞ ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ আবর্তিত। তবে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়াটা তারই প্রমাণ। সৌম্য সরকার ও মোসাদ্দেকের বিধ্বংসী ব্যাটিং সে ভরসাই দিচ্ছে বিশ্বকাপ দলকে। বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াড থেকে ভরসা পাচ্ছেন প্রধান কোচ স্টিভ রোডস। ক্রিকেটীয় ওয়েবসাইট ক্রিকবাজকে জানান, ‘বাংলাদেশ এখন আর পঞ্চপা-বের দল নয়, একটা দল হয়ে খেলে।’
ত্রিদেশীয় সিরিজ ফাইনালে সেরা অলরাউন্ডার সাকিব ছিলেন না। ব্যাটে-বলে যার উপস্থিতি প্রভাবকের ভূমিকা রাখে, সাকিবের অনুপস্থিতি কোনো প্রভাবই ফেলতে পারেনি। অথচ তার না থাকা মানেই ছিল আত্মবিশ্বাসের ঘাটতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালে ঘাটতি পূরণে অগ্রণী ছিলেন মোসাদ্দেক ও সৌম্য। তাদের বিধ্বংসী ব্যাটিংয়ে ২৪ ওভারে ২১০ রানের স্কোর অনায়াসে তাড়া করেছে বাংলাদেশ! ৬ বার বহুজাতিক ফাইনালে বাংলাদেশ যা পারেনি সেই দলই এবার তা করে দেখালো ভবিষ্যৎ তারকাদের ঘাড়ে ভর দিয়ে। এমন স্বস্তিদায়ক পরিস্থিতি আত্মবিশ্বাসী করে তুলেছে কোচ রোডসকে, ‘যেভাবে তাড়া করে জিতেছি, তা সত্যিই চমৎকার ছিল, যদিও সহজ ছিল না। এখানে আগে দুই-তিনজন আছে যারা বিশেষ ইনিংস খেলেছে। কিন্তু মোসাদ্দেক যা করেছে তাতে সবাইকে সে নত অবস্থানে করে রাখতে পারবে। এটাই আমাদের স্কোয়াডের শক্তিমত্তা। আর এটা আমাদের বড় ম্যাচ জেতার আত্মবিশ্বাস দিচ্ছে এই দল নিয়েও।’
আত্মবিশ্বাসই নির্ভার করছে বাংলাদেশ কোচকে, ‘তার মানে এই স্কোয়াড নিয়ে বাংলাদেশ খুব শক্তিশালী দল। এটাই আমরা চেয়েছি, শক্তিতে গভীরতা। আরও গভীরতা চাই, তাহলে লোকে আর পঞ্চপা-ব নিয়ে কথা বলবে না।’
শনিবার রাতে আয়ারল্যান্ড থেকে লেস্টারে পৌঁছেছে ক্রিকেট দল। ‘ফ্যামিলি ব্রেক’ নিয়ে ছুটি কাটাতে দেশে ফিরেছেন অধিনায়ক মাশরাফি, তামিম পরিবার নিয়ে গেছেন দুবাইয়ে; ২৩ মে দলের সঙ্গে যোগ দেবেন তারা। স্কোয়াডের বাকি ১৩ জনের জন্য ছুটি ছিল রোববার। তবে সাকিব ও মুশফিক ঠিকই লেস্টারের মাঠে সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেছেন। লেস্টারের একাডেমির জুনিয়র বোলারদের বিপক্ষে ব্যাট করেন তারা, চোট কাটিয়ে সাকিবের অনুশীলনে ফেরা স্বস্তি দিয়েছে কোচ-সমর্থকদের।
সাধারণ ছুটি কাটিয়ে গতকাল লেস্টারে বিশ্বকাপের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করেছে স্কোয়াডের সবাই। সেন্টার উইকেটে ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন মুশফিক-মাহমুদউল্লাহরা; মিরাজ, মোস্তাফিজ, সাইফরা পাশের নেটে বোলিং ঝালিয়ে নিয়েছেন। প্রায় ঘণ্টা তিনেক অনুশীলন করে বাংলাদেশ দল। ইংল্যান্ডে প্রায় ১৯ ঘণ্টা থাকে দিনের আলো। লেস্টারে থাকা দুই দিন টাইগারদের অনুশীলনের মাত্রাটা বেড়ে যাবেÑ লেস্টার থেকে বাংলাদেশের একটি গণমাধ্যমকে জানান বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
২৩ মে পর্যন্ত লেস্টারে থাকবে টিম বাংলাদেশ; ২৪ মে থেকে শুরু হবে আইসিসির সাপোর্টিং পিরিয়ড। তখন থেকে বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর দায়িত্ব নেবে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটি, সে পর্যন্ত লেস্টারে নিজেদের খরচেই অবস্থান করবে বাংলাদেশ
২৪ মে থেকেই শুরু হবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো। কার্ডিফে একদিন অনুশীলন শেষে ২৬ মে ভারত ও ২৮ মে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তাই ২৩ মে লেস্টার ছেড়ে কার্ডিফ যাবে দল, সেদিনই তামিম ও মাশরাফি যোগ দেবেন। ২৯ মে লন্ডনে ফিরবে দল। ২ জুন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু টাইগারদের বিশ্বকাপ মিশন।
মাশরাফি ইংল্যান্ড যাবেন আরও আগে। ২২ তারিখ সব অধিনায়কদের নিয়ে সংবাদ সম্মেলনসহ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে আইসিসি। সেখানে অংশ নিয়ে পরদিন দলের সঙ্গে যোগ দেবেন তিনি।