আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

ছাত্রলীগ

আশ্বাসে স্থগিত পদবঞ্চিতদের আন্দোলন

ঢাবি প্রতিনিধি
| প্রথম পাতা

দীর্ঘ ২৩ ঘণ্টা অবস্থান কর্মসূচির পর অবশেষে সোমবার ভোরে কর্মসূচি স্থগিত করেন ছাত্রলীগের পদবঞ্চিতরা। বিতর্কিতদের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান দেওয়ায় সে বিষয়ে সংগঠনটির শীর্ষ দুই নেতার সঙ্গে আলোচনা করতে গিয়ে হামলার শিকার হন তারা। এর প্রতিবাদেই শনিবার রাত ৩টা থেকে ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। 
পদবঞ্চিতরা জানান, আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতার সঙ্গে কয়েক ঘণ্টার বৈঠক শেষে আশ^াস পাওয়ার পর তারা কর্মসূচি স্থগিত করেন। তারা দাবি করেন, আওয়ামী লীগ নেতারা শিগগির দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাদের সাক্ষাৎ করিয়ে দেবেন। পদবঞ্চিতদের ওপর মধুর ক্যান্টিনে সোমবার এবং টিএসসিতে শনিবারের হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার করা হবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে। তদন্তের মাধ্যমে বিতর্কিতদের পদগুলোকে শূন্য ঘোষণা করে যোগ্যতার ভিত্তিতে ওইসব পদে পদবঞ্চিতদের দিয়ে পূরণ করা হবে।
এর আগে সোমবার রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ 
সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতার সঙ্গে দেখা করতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যায় সংগঠনের কমিটিতে পদবঞ্চিত অংশের আটজনের একটি প্রতিনিধি দল। 
প্রতিনিধি দলে ছিলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সাইফ বাবু ও সাবেক দপ্তর সম্পাদক শাহজাদা, ঢাবির কবি জসীম উদদ্ীন হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহেদ খান। নতুন কমিটির সংস্কৃতিবিষয়ক উপ-সম্পাদক তিলোত্তমা শিকদার, ফরিদা পারভীন ও শ্রাবণী শায়লা, রোকেয়া হলের সভাপতি বিএম লিপি আক্তার এবং শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তা। 
অন্যদিকে, সেখানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম ছিলেন। সেখানে প্রায় ৪ ঘণ্টা বৈঠক শেষে ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং পদবঞ্চিতদের প্রতিনিধিরা রাত পৌনে ১টার দিকে ফের রাজু ভাস্কর্যে ফিরে আসেন। তাদের সঙ্গে জ্যেষ্ঠ নেতাদের পক্ষ থেকে রাজু ভাস্কর্যে আসেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মো. আবু কাওছার।
এ সময় ছাত্রলীগ সভাপতি শোভন পদবঞ্চিতদের উদ্দেশে পদের লোভ না করে দল ও দেশের জন্য কাজ করার আহ্বান জানান। তিনি সবাইকে কাদা ছোড়াছুড়ি না করার অনুরোধ করেন। সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, আপা (প্রধানমন্ত্রী) প্রথমত আমাদের সবাইকে এক ছাতার নিচে দেখতে চান। তিনি দ্বিধাবিভক্ত কারও সঙ্গে কথা বলবেন না। আমরা ঐক্যবদ্ধ হলে তিনি আমাদের সব কথা শুনবেন। জানতে চাইলে ছাত্রলীগের পদবঞ্চিত ও সংগঠনের বিগত কমিটির প্রচার সম্পাদক সাঈফ বাবু বলেন, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে আমাদের আশ^¦াস্ত করা হয়েছে। তাই আমরা আন্দোলন স্থগিত করেছি।