এ বছর হজ ভিসার আবেদনের জন্য বিমানের টিকিটসহ পাসপোর্ট জমা দিতে হবে। বিমানের টিকিট ছাড়া পাসপোর্ট গ্রহণ করা হবে না। সচিবালয়ে সোমবার চলতি বছরের হজ ব্যবস্থাপনার অগ্রগতি বিষয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহর সভাপতিত্বে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। ধর্ম মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত হয় যে, এ বছর হজ এজেন্সিগুলোকে হজ অফিস, আশকোনা, ঢাকায় ভিসার আবেদনের জন্য পাসপোর্ট জমার সময় বিমানের টিকিটসহ জমা দিতে হবে। বিমানের টিকিট ছাড়া পাসপোর্ট গ্রহণ করা হবে না। এছাড়া হজের ফ্লাইট চলাকালীন এজেন্সিগুলোর কার্যক্রম ও অগ্রগতি তদারকি করার জন্য ধর্ম মন্ত্রণালয়ের তিনটি টিম সার্বক্ষণিক কাজ করবে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এবং সাউদিয়া হজ এজেন্সিগুলোর কাছে সরাসরি টিকিট বিক্রি করবে। বিমান
সোমবার থেকে টিকিট বিক্রয় শুরু করেছে। সাউদিয়া দুয়েক দিনের মধ্যে টিকিট বিক্রি শুরু করবে। এ বছর Makka Route Initiative এর আওতায় বাংলাদেশি হজ যাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন বাংলাদেশেই সম্পন্ন হবে, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মুহিবুল হক, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী হাসান আহমেদ যুগ্ম সচিব (হজ) এবিএম আমিন উল্লাহ নূরী, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এবং সাউদিয়ার প্রতিনিধি, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম প্রমুখ ।
হজযাত্রীদের প্রশিক্ষণ শুরু আজ : আজ থেকে ঢাকাসহ সব জেলায় সরকারি ও বেসরকারি হজযাত্রীদের প্রশিক্ষণ শুরু হবে। চলবে ৩০ মে পর্যন্ত। ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সম্মেলন কক্ষে একটি ভেন্যুতে এবং আশকোনা হজ ক্যাম্পে মোট চারটি ভেন্যুতে ঢাকার হজযাত্রীদের প্রশিক্ষণ চলবে। প্রতিটি ভেন্যুতে প্রতিদিন ৫০০ করে হজযাত্রী প্রশিক্ষণ গ্রহণ করবে। এছাড়া সব জেলায় এর আগে নিবন্ধনের সময় যে জেলায় প্রশিক্ষণ গ্রহণের পছন্দ দিয়েছে, সেখানে ওই হজযাত্রী প্রশিক্ষণ গ্রহণ করবে।
এরই মধ্যে প্রত্যেক হজযাত্রীর মোবাইল ফোনে তাদের ভেন্যু এবং তারিখ জানিয়ে খুদে বার্তা (এসএমএস) পাঠানো হয়েছে। কেউ ওই ম্যাসেজ না পেলেও সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের কার্যালয় অথবা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে যোগাযোগ করে তাদের প্রশিক্ষণ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিমানের হজ ফ্লাইটের টিকিট বিক্রি শুরু : এ বছরের হজ ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার থেকে হজ ফ্লাইটের টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে বলে বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানিয়েছেন। তিনি বলেন, এ বছর হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। বিমানের হজ ফ্লাইট শুরু হবে ৪ জুলাই থেকে। এরপর ৫ আগস্ট পর্যন্ত ১৫৭টি ডেডিকেটেড ও ৩২টি শিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান।
শাকিল মেরাজ জানান, এ বছরই প্রথম ঢাকা থেকে মদিনায় ১১টি ফ্লাইট পরিচালিত হবে। এছাড়া চট্টগ্রাম থেকে জেদ্দা ১০টি, সিলেট থেকে জেদ্দা তিনটি, চট্টগ্রাম থেকে মদিনা সাতটি ডেডিকেটেড হজ ফ্লাইট চলবে। বাকি ১২৬টি ফ্লাইট ঢাকা থেকে জেদ্দায় নিয়ে যাবে হজযাত্রীদের। এ বছর হজ ফ্লাইটে নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ব্যবহার করবে বিমান। বিমানের ফিরতি হজ ফ্লাইট ১৭ আগস্ট থেকে শুরু হয় শেষ হবে ১৪ সেপ্টেম্বর।
শাকিল মেরাজ বলেন, এ বছরই প্রথম ঢাকায় ইমিগ্রেশন করা হবে হজযাত্রীদের। ফলে সৌদি আরবে গিয়ে ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়াতে হবে না। তবে এজন্য ফ্লাইটের এক দিন আগে হজযাত্রীদের তথ্য সৌদি আরবে পাঠাতে হবে। ওই সময়ের পর ফ্লাইটে নতুন করে যাত্রী নেওয়া যাবে না। এ কারণে হজ এজেন্ট ও যাত্রীদের তাদের ফ্লাইট ডিপার্চারের ২৪ ঘণ্টা আগেই যাত্রার বিষয়টি আবশ্যিকভাবে নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, নির্ধারিত শিডিউলের বাইরে অতিরিক্ত সøট দেবে না সৌদি সরকার। জটিলতা এড়াতে এ বছর কোনো হজযাত্রী ফ্লাইট বাতিল করলে বা সময় পরিবর্তন করলে জরিমানা আদায় করবে বিমান। যাত্রা বাতিলের ক্ষেত্রে ৩৫০ ডলার এবং যাত্রার তারিখ পরিবর্তনের ক্ষেত্রে সময় ভেদে ২০০ থেকে ৩০০ ডলার পরিশোধ করতে হবে। গত বছর পর্যাপ্ত হজযাত্রী না পাওয়ায় বিমানের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করতে হয়েছিল। এজন্য কয়েক হাজার আসনের আয় হারাতে হয়েছে বিমানকে।
বারবার তাগাদা দেওয়ার পরও হজ এজেন্সিগুলো যথাসময়ে টিকিট না কেনায় একের পর এক ফ্লাইট বাতিল করতে হয় বলে জানিয়েছেন শাকিল মেরাজ। এবার সুষ্ঠুভাবে হজ ফ্লাইট পরিচালনা করতে বিমানের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, হজ এজেন্সি ও হজযাত্রীরা সময়মতো টিকিট সংগ্রহ করলে কোনো ধরনের জটিলতা হবে না।