আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

রুমিন ফারহানা বিএনপির নারী এমপি

নিজস্ব প্রতিবেদক
| প্রথম পাতা

বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ফলে তিনি বিএনপির পক্ষ থেকে নারী আসনে এমপি হতে যাচ্ছেন।
আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং অফিসার ও ইসির যুগ্ম সচিব আবুল কাসেম সোমবার তার মনোনয়নপত্রটি গ্রহণ করেন। 
মনোনয়নপত্র জমা দিয়ে রুমিন ফারহানা সংবাদিকদের বলেন, আমাকে দল যে দায়িত্ব দিয়েছে তাতে আমি দলের প্রতি কৃতজ্ঞ। আমি সংসদে গিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য কথা বলব। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করব। আমরা সংখ্যায় কম হলেও সংসদে আমাদের ভূমিকা থাকবে।  
এদিকে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনটির জন্য সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে আজ। ২৮ মে এ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা ২৮ মের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করে নিলে নির্ধারিত সময়ের পর একক প্রার্থী হিসেবে তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।
জানা গেছে, রুমিন ফারহানা ছাড়াও সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ আরও বেশকিছু নারী নেত্রীর নামও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচিত হচ্ছিল। শেষ পর্যন্ত রুমিন ফারহানাকেই দল থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে ৫০টি সংরক্ষিত আসন বণ্টন করা হয়। অর্থাৎ সরাসরি ভোটে নির্বাচিত ছয় আসনের বিপরীতে একটি সংরক্ষিত আসন বণ্টন হয়। দলীয় একটি সংরক্ষিত আসনের বিপরীতে একাধিক প্রার্থী থাকলে সরাসরি নির্বাচিত এমপিদের ভোটে সংরক্ষিত আসনের প্রার্থী নির্বাচিত হন। আর একাধিক প্রার্থী না থাকলে একক প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ছয়টি আসনে জয় পেয়েছিল। সে হিসাবে তাদের জন্য একটি সংরক্ষিত নারী আসন বরাদ্দ হয়। ৮ মে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন বিএনপির সংরক্ষিত একটি নারী আসনের জন্য তফসিল ঘোষণা করেন। সে তফসিল অনুযায়ী সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল।
একাদশ সংসদ নির্বাচনের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯টি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৪৩, জাতীয় পার্টির ৪, ওয়ার্কার্স পার্টির ১ এবং স্বতন্ত্র একজন রয়েছেন।