আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

হাজারীবাগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিজস্ব প্রতিবেদক
| শেষ পাতা

রাজধানীর হাজারীবাগের মধু সিটি এলাকায় রোববার দিবাগত রাতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন মনির হোসেন (৪৫) ও কাভার্ডভ্যানের চালক গিয়াস উদ্দিন (৩৩)। র‌্যাব বলছে, নিহতরা ছিনতাইকারী। চা পাতা বহনকারী কাভার্ডভ্যান ছিনতাই করে ঢাকায় আসার পথে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তারা নিহত হন। মনির হোসেনের বাড়ি কুষ্টিয়া সদরে ও গিয়াস উদ্দিনের বাড়ি ফরিদপুরের নগরকান্দায়। 
র‌্যাব-২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, ২৮ এপ্রিল শ্রীমঙ্গল থেকে ইস্পাহানি মির্জাপুর টি নামের প্রতিষ্ঠানের ৯ হাজার কেজি চা পাতা বহনকারী কাভার্ড ভ্যান ঢাকায় আসার পথে নিখোঁজ হয়। এরপর রক্সি পেইন্টের একটি রংভর্তি গাড়িসহ বিভিন্ন স্থান থেকে আরও কয়েকটি পণ্যবাহী কাভার্ড ভ্যান ছিনতাই হয়। এ নিয়ে অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, শ্রীমঙ্গল থেকে আসা কাভার্ডভ্যানটি ছিনতাই হয় যশোর সদর থানা এলাকা থেকে। কাভার্ডভ্যানটির রং পাল্টে ঢাকায় আসার খবর পেলে রোববার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন প্রবেশ পথে চেকপোস্ট বসানো হয়। কাভার্ডভ্যানটি ভোরে হাজারীবাগের মধু সিটি এলাকার চেকপোস্টের সামনে এলে ব্যারিকেড দেওয়ার সময় ভ্যান থেকে গুলি ছোড়া হয়। তখন র‌্যাব পাল্টা গুলি ছুড়লে দুইজন আহত হন। বাকিরা পালিয়ে যান। আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাপসাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহত মনির আরও কয়েকটি ছিনতাইয়ের ঘটনার মূল হোতা ছিলেন। তার নামে বিভিন্ন থানায় ২১টি মামলা আছে। কাভার্ডভ্যানটি থেকে ৭ হাজার কেজি চা পাতাসহ একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়। চা পাতাগুলো পুরান ঢাকায় বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।