আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

ঘরে ঢুকে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

রাঙ্গামাটি প্রতিনিধি
| শেষ পাতা

ঘরে ঢুকে উপজেলা যুবলীগের এক নেতাকে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। রোববার রাত ১১টায় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের নাইক্ষংছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ক্যহ্লা চিং মারমা। তিনি বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতির দায়িত্বে ছিলেন।
জানা গেছে, রোববার রাতে একদল দুর্বৃত্ত স্থানীয় যুবলীগ নেতা ক্যহ্লা চিং মারমার বাড়িতে ঢুকে গুলি করে তাকে হত্যা করে। এ সময় তিনি রাতের খাবার শেষ করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলেন। তবে কারা এ হত্যাকা- ঘটিয়েছে, তা জানা যায়নি। ঘটনাস্থল স্থানীয় প্রশাসন ঘিরে রেখেছে। এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউমং মারমা এ হত্যাকা-ের ঘটনায় জেএসএসকে
দায়ী করে বলেন, জেএসএসের স্বশস্ত্র সন্ত্রাসীরাই এ হত্যাকা- ঘটিয়েছে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ক্যহ্লা চিং মারমাকে মারধর করেছে জেএসএসের সন্ত্রাসীরা। আওয়ামী লীগ করার কারণে তখন তাকে মেরে ফেলার হুমকিও পর্যন্ত দিয়েছিল। এ কাজ তারা ছাড়া আর কেউ করবে না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি মো. আশরাফ উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি মেডিকেলে পাঠানো হয়েছে। কারা এ হত্যাকা-ের সঙ্গে জড়িত, তা এখনও বলা যাচ্ছে না।
এদিকে সোমবার বেলা ১১টার দিকে রাজস্থলী উপজেলা থেকে পুলিশের গাড়িবহরে ইউনিয়ন যুবলীগ সভাপতি ক্যাহ্লা চিং মারমার রক্তাক্ত মৃতদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে তারই বড় ছেলে চিংমংউ মারমা। সেখানে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে ভিড় জমান রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তীব্র ক্ষোভ প্রকাশ করে জেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীদের জন্য পাহাড়ের মানুষ নিরাপত্তাহীনতায় রয়েছে। আঞ্চলিক রাজনীতির বাইরে কেউ জাতীয় রাজনীতি করতে পারছে না। করলেই তাদের এভাবেই গুলি করে হত্যা করছে সশস্ত্র সংগঠনগুলো। এ হত্যাকা-ের প্রতিবাদে সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা যুবলীগের উদ্যোগে রাঙ্গামাটি শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
রাঙ্গামাটি অতিরিক্তি পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, নিহত যুবলীগ সভাপতি ক্যাহ্লা চিং মারমার মৃতদেহের ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দাহক্রিয়া সম্পন্নের পর তার পরিবার হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করবে বলে জানিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের তদন্ত দল কাজ করছে।