ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলো নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিটের মাধ্যমে যাত্রী পরিবহন করবে। টিকিট ছাড়া কোনো বাস চলবে না।
সোমবার রাজধানীর গুলিস্তানে ডিএসসিসির সভাকক্ষে গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটির নবম সভা শেষে সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলো নির্ধারিত স্টপেজে থামাতে হবে। যে কোনো যাত্রীকে বাসে উঠতে হলে কাউন্টার থেকে টিকিট কিনতে হবে। টিকিট ছাড়া কেউ বাসে উঠবে না। কোনো বাস?ও টিকিট ছাড়া যাত্রী তুলবে না। একটি কাউন্টারে একাধিক পরিবহনের বাসের টিকিট বিক্রি হবে। মেয়র বলেন, মালিক সমিতি, ডিটিসিএ, ডিএমপির সমন্বয়ে গঠিত কমিটিকে এ কাজটি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হবে। ঈদের পর বিষয়টি নিয়ে কাজ শুরু করবে তারা।
এই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হলে গণপরিবহনে শৃঙ্খলা দৃশ্যমান হওয়া শুরু হবে মন্তব্য করে মেয়র বলেন, এর ফলে চুক্তিতে কোনো বাস চলবে না। সে কারণে চালকদের মধ্যে প্রতিযোগিতা থাকবে না। বর্তমান যে ভাড়া আছে তাই থাকবে। ২৭ মে উত্তরা এলাকায় চক্রাকার বাস সেবা চালু হবে বলেও জানান তিনি।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, বিআরটিসির চেয়ারম্যান মো. ফরিদ আহমেদ ভূঁইয়া, বিআরটিএর চেয়ারম্যান মো. মশিয়ার রহমান, ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, ডিটিসিএর সাবেক নির্বাহী পরিচালক ড. সালেহ উদ্দিন ও ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মফিজ উদ্দিন আহমেদ সভায় উপস্থিত ছিলেন।