স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার অডিটরিয়ামে দিনব্যাপী উদ্ভাবনী কর্মশালার আয়োজন করে। কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাভুক্ত স্বাস্থ্য অধিদপ্তরসহ মোট সাতটি দপ্তর বা সংস্থা তাদের নিজ নিজ উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন করে। এ কর্মশালায় সমাপনী পর্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ প্রধান অতিথি ছিলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুই সচিব মো. আসাদুল ইসলাম (সচিব স্বাস্থ্যসেবা বিভাগ) ও ওজিএম সালেহ উদ্দিন, (সচিব স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ), প্রধানমন্ত্রীর কার্যালয়েল মো. মোস্তাফিজুর রহমান, প্রকল্প পরিচালক, এটুআই প্রকল্প পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সরোয়ারসহ মন্ত্রণালয় ও দপ্তরগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের এমইএস শাখা বর্ণিল সাজে সাজোনো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ থেকে উদ্ভাবনী উদ্যোগের মধ্যে মোট ২৯টি উদ্যোগ কর্মশালায় প্রদর্শিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি