আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

প্রসূতির মৃত্যুর ঘটনায় ফরিদগঞ্জে হাসপাতাল ভাঙচুর

চাঁদপুর প্রতিনিধি
| খবর

প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ফরিদগঞ্জ সেন্ট্রাল হাসপাতাল ভাঙচুর করেছেন প্রসূতির স্বজনরা। সোমবার সন্ধ্যায় পৌর এলাকার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতের স্বজনরা জানান, উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের বাপ্পীর স্ত্রী ফারজানার (২২) সিজারিয়ান হয় সোমবার বিকাল সাড়ে ৪টায়। সিজারের ১ ঘণ্টা পর থেকে প্রসূতি ফারজানা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তার নাক-মুখ দিয়ে রক্ত বেরুতে থাকে বলে তার স্বজনরা অভিযোগ করেন। পরে অ্যাম্বুলেন্সে ওঠানোর সময়ে তিনি মারা যান। এসময় বিক্ষুব্ধ স্বজনরা সেন্ট্রাল হাসপাতালে ব্যাপক ভাঙচুর করেন।