বাংলা একাডেমিতে সোমবার বেলা ১১টায় কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বিশিষ্ট কবি হায়াৎ সাইফের প্রয়াণে স্মরণসভার আয়োজন করে। সভায় আলোচনা ও স্মৃতিচারণে অংশ নেনÑ কবি আসাদ চৌধুরী, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, নাট্যজন ফেরদৌসী মজুমদার, কবি কাজী রোজী, কবি জাহিদুল হক, ফ র মাহমুদ হাসান, সাবেক কূটনীতিক মহিউদ্দিন আহমেদ, কবি আসাদ মান্নান, কবি হায়াৎ সাইফের দুই ছেলে জিসান সাইফ এবং মেহরান সাইফ, হায়াৎ সাইফের স্ত্রী তাহমিনা ইসলাম লাকিসহ পরিবারের অন্যান্য সদস্যরা। স্মরণসভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম প্রেরিত লিখিত বক্তব্য পাঠ করেন বাংলা একাডেমির উপপরিচালক ড. আমিনুর রহমান সুলতান। সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। স্মরণসভা সঞ্চালনা করেন বাংলা একাডেমির কর্মকর্তা পিয়াস মজিদ।
লিখিত বক্তব্যে এইচটি ইমাম বলেন, ষাটের দশকের আধুনিক কবিদের মধ্যে হায়াৎ সাইফ ছিলেন অন্যতম। উচ্চপদস্থ একজন সরকারি কর্মকর্তা হিসেবে একদিকে যেমন তিনি তার প্রাত্যহিক দায়িত্ব সামলিয়েছেন, অন্যদিকে নিজের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও চেতনার নিমগ্নতা দিয়ে সৃজন করেছেন অনন্য সাধারণ কাব্যগাথা। সজ্জন, সদালাপী এ মানুষটি কখনও খ্যাতির মোহে ধাবিত হননি, কোনো প্রত্যাশা বা উচ্চাকাক্সক্ষার কাছেও নিজের মনোজগতকে বিসর্জন দেননি। নিজেকে বিলিয়ে দিয়েছেন সময়ের বহমান গতিধারায়, সৃষ্টি কল্যাণে।