আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

ঈদে আসছে যমজ ১১

বিনোদন প্রতিবেদক
| বিনোদন

বাবা কদু আজাদ, তার যমজ দুই ছেলে একাব্বর-নেকাব্বর। এ তিনজনের চরিত্রেই আছেন মোশাররফ। তিনজনের চরিত্র তিন রকম। কৃপণ বৃদ্ধ বাবা, অতি সরল ও অতি চালাক দুই ছেলে। গল্পে আহামরি কিছু না থাকলেও হাসির খোরাক আছে। আছে কমেডির প্রাণ মোশাররফ করিম। আর নাটকে মোশাররফ করিম থাকা মানেই হাসি-আনন্দের ভরপুর প্যাকেজ। নাটকের নাম ‘যমজ’। দর্শকের কাছে তুমুল জনপ্রিয় নাটক এটি। ঈদের আগে তাই এ নাটকের সিক্যুয়াল নির্মাণের জন্য অনুরোধ করেন মোশাররফ ভক্তরা। প্রতি ঈদে প্রচার হয় নাটকটি। একক নাটক হলেও প্রতি ঈদেই নির্মিত হচ্ছে যমজের সিক্যুয়াল। দর্শকপ্রিয়তার জন্যই এই সিক্যুয়াল। নির্মিত হচ্ছে এবারও। নাম ‘যমজ ১১’।  যমজে এবার ব্যতিক্রম থাকছে অনেক কিছুই। মোশাররফ করিমের বিপরীতে আছেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। মোশাররফ করিমের নিজ কণ্ঠে গানও থাকছে। প্রথম পর্ব থেকেই যমজ নির্মাণ করছেন আজাদ কালাম। নির্মাতা হিসেবে এবারও থাকছেন তিনি। প্রচার হবে আরটিভির ঈদ আয়োজনেই। নাটকটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘যমজ নাটক দর্শকের কাছে এমন জনপ্রিয়তা পেয়েছে যে, ঈদের আগে থেকেই পরিচালক, আমি ও চ্যানেল কর্তৃপক্ষের কাছে সিক্যুয়ালের জন্য অনুরোধ আসতে থাকে।

 দর্শকের এ বিষয়টিকে শ্রদ্ধা করি আমরা। 
তাই একের পর এক যমজের সিক্যুয়াল নির্মাণ করা হচ্ছে। এবারের সিক্যুয়ালে দারুণ একটি গল্পও থাকবে। সেই সঙ্গে থাকছে দর্শকবে হাসানোর সব উপকরণও।’ নাটকটির শুটিং চলছে এখন।