আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

শরিক দলের মন্ত্রীকে বহিষ্কার করলেন যোগী

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

বিজেপি কর্মীদের নিন্দা করেছিলেন, আপত্তিকর মন্তব্য করেছিলেনÑ এমনটাই অভিযোগ উঠেছিল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মন্ত্রীর ওমপ্রকাশ রাজভরের বিরুদ্ধে। বুথফেরত জরিপে বিজেপির জয়ের আভাস পাওয়ার পর মন্ত্রিসভা থেকে তাকে বহিষ্কার করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুধু মন্ত্রী নন, তার দল সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (এসবিএসপি) অন্য সদস্যদেরও বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এসবিএসপির নেতা ওমপ্রকাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল, তিনি বিজেপি কর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এরপরই মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। অনগ্রসর শ্রেণির উন্নতি ও প্রতিবন্ধী কল্যাণ সংক্রান্ত মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ওমপ্রকাশ। মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার পর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিজেপি আমাকে ঠকিয়েছে, আমার দলের সদস্যদেরও। আমরা কোথায় যাব এখন? অন্যদিকে রাজ্যে বিজেপির আরেক নেতা কেশবপ্রসাদ মৌর্য বলেন, অনগ্রসর শ্রেণি নন, ওমপ্রকাশ নিজের পরিবারের নেতা। বিজেপির জন্যই তিনি মন্ত্রী হতে পেরেছেন। ওমপ্রকাশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি নিজের দলের সমর্থকদের বলেছেন, জোটসঙ্গী বিজেপি সমর্থকরা কোনও কুৎসা রটানোর চেষ্টা করলে যেন তাদের ‘জুতাপেটা’ করতে। এর পরই তৈরি হয় বিতর্ক। আনন্দবাজার