আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

জোট রণকৌশল নিয়ে বৈঠকে মমতা-চন্দ্রবাবু

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

ভারতের লোকসভা নির্বাচনের বুথফেরত জরিপে ফের এনডিএ সরকারের জয়জয়কারের ছবি ভেসে উঠলেও আশা ছাড়ছেন না মহাজোটের কা-ারিরা। ২৩ মে লোকসভা নির্বাচনের ফলে যদি ওই জরিপের ফল না মেলে, তবে সেই পরিস্থিতিতে ঠিক কোন পথে এগোতে হবে, তারই পরিকল্পনা করতে ব্যস্ত তারা। এ পরিস্থিতিতে সোমবার কলকাতায় আসেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। বিকালে তিনি পৌঁছান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে তার কালিঘাটের বাড়িতে। প্রাথমিকভাবে জানা গেছে, মমতা-চন্দ্রবাবুর বৈঠকে মহাজোটের রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে। যদিও এ নিয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত সংবাদমাধ্যমের কাছে কোনো বিবৃতি দেননি তারা। এদিন বিকাল স্থানীয় সময় ৫টায় কলকাতা বিমানবন্দরে নামেন চন্দ্রবাবু। এরপর তিনি মমতার কালিঘাটের বাড়ির উদ্দেশে রওনা হন। সেখানেই এদিন সন্ধ্যায় তৃণমূল কংগ্রেস নেত্রীর সঙ্গে বৈঠকে বসেন চন্দ্রবাবু। সূত্রের খবর, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়েই আলোচনা হয় তাদের মধ্যে। বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর কোন পথে এগোবে মহাজোট, সেই স্ট্র্যাটেজি নিয়েও কথা হতে পারে বলে মনে করা হচ্ছে।
নির্বাচনের অনেক আগে থেকেই কেন্দ্রে অ-বিজেপি সরকার গঠনের লক্ষ্যে মাঠে নেমেছে বিরোধীরা। এর আগে মমতার ব্রিগেড সভায় এক মঞ্চেই দেখা গিয়েছে চন্দ্রবাবু নাইডু, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী থেকে শুরু করে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়গে, সমাজবাদী পার্টি নেতা ও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের মতো দেশের হেভিওয়েট নেতাদের। নির্বাচনি পর্ব চলাকালীনও দফায় দফায় দেশের একাধিক নেতা-নেত্রীর সঙ্গে বৈঠক করেছেন চন্দ্রবাবু। তাকে সূত্রধরের ভূমিকায় রেখেই মহাজোটের কা-ারিদের এক সুতায় বাঁধতে উদ্যোগী হয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। চন্দ্রবাবুও গত কয়েকদিনে দেখা করেছেন এনসিপি নেতা শরদ পাওয়ার থেকে শুরু করে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে। দিল্লিতে গিয়ে কথা বলেছেন রাহুল গান্ধীর সঙ্গেও। লক্ষেèৗতে গিয়ে দেখা করেছেন মায়াবতী ও অখিলেশ যাদবের সঙ্গে। এনডিএ সরকারকে ঠেকাতে এবং মহাজোটের স্বার্থে তিনি যে তার ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী’ তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে কাজ করতে আগ্রহী সে বার্তাও দিয়েছেন। এবার তার বৈঠক মমতা সঙ্গে হলো। আনন্দবাজার