আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

মধ্যপ্রদেশে সরকার ভেঙে দেওয়ার দাবি বিজেপির

বিধানসভার বিশেষ অধিবেশন চেয়ে রাজ্যপালকে চিঠি

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

সরকার তৈরি হয়েছে মাত্র মাস পাঁচেক আগে। এরই মধ্যে ভারতের মধ্যপ্রদেশ সরকার ভেঙে দেওয়ার দাবি করল বিজেপি। রাজ্যের বিরোধী দলের দাবি, এখন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের নেতৃত্বাধীন কংগ্রেসের সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে। তাই রাজ্যপাল আনন্দি বেন প্যাটেলের কাছে গেরুয়া শিবিরের অনুরোধ, এখনই বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হোক এবং সেখানেই নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিক কমলনাথের সরকার। ২৩০ আসনের বিধানসভায় কংগ্রেস একা ১১৪টি আসন পেয়েছিল। সরকার করতে দরকার ছিল ১১৬টি আসন। এখানেই কংগ্রেসকে সমর্থন করেন অখিলেশ যাদব এবং মায়াবতীর দলের দুই বিধায়ক। এভাবে ১১৬ জন বিধায়কের সমর্থন নিয়ে সরকার চালাচ্ছেন কমলনাথ। কিন্তু বিজেপির দাবি, এখন সেই সংখ্যাগরিষ্ঠতা নেই। মধ্যপ্রদেশের বিরোধী দলনেতা গোপাল ভারগভ বলেন, ‘আমরা রাজ্যপালকে চিঠি লিখে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছি। আমাদের দল ঘোড়া কেনাবেচা বিশ্বাস করে না। কিন্তু এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, যাতে বিশেষ অধিবেশন ডেকে সরকারকে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতেই হবে।’ এদিকে লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট শেষ হওয়ার পর দেশের বিভিন্ন নিউজ চ্যানেল তাদের বুথফেরত জরিপ প্রকাশ্যে এনেছে। সেই জরিপে দেখা যাচ্ছে, আবারও ভারতে বিজেপির নেতৃত্বে সরকার তৈরি হতে চলেছে। পাশাপাশি যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে গেল ডিসেম্বর মাসে কংগ্রেসের সরকার তৈরি হয়েছিল সেখানেই বিজেপি ভালো ফল করতে চলেছে বলে উঠে এসেছে অধিকাংশ জরিপে। এ পরিস্থিতিতে রাজ্যপালের ওপর চাপ বাড়িয়ে চিঠি লেখার সিদ্ধান্ত নিল বিজেপি। এনডিটিভি