রাজধানীর ধানমন্ডি ক্লাব লিমিটেডের অডিটোরিয়ামে বুড়িচং উপজেলা সমিতি ঢাকার আয়োজনে মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আবদুল মতিন খসরু, এমপি। সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা সমিতি ঢাকার সভাপতি ডিএলএম গ্রুপের চেয়ারম্যান এমএ মতিন। আয়োজনটি সার্বিক সহযোগিতায় ছিলেন বুড়িচং উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক নন্দিত লেখক ও সংগঠক পুলিশ সুপার মিজানুর রহমান শেলী।