আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন মানবতার বন্ধু হাবিবুর রহমান

মুহাম্মদ আশরাফ উদ্দিন
| আলোকিত বন্ধু ফোরাম


শুধু পেশাগত দায়িত্বপালন নয়, মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। দিনের শুরু থেকেই প্রতিটি কাজ করেন সুচিন্তার মাধ্যমে।
নাগরিক জীবন শতভাগ নিরাপত্তা নিশ্চিতকরণ ও সুন্দর কাজের মাধ্যমে তরুণদের অনুপ্রাণিত করার লক্ষ্যে তার ছুটে চলা নিরন্তর
 

বাংলাদেশ পুলিশে কর্মরত ডিআইজি হাবিবুর রহামন বিপিএম (বার) পিপিএম দক্ষতা, জ্ঞান, মেধা আর ভালোবাসা দিয়ে দেশ ও মানুষের কল্যাণে প্রশংসনীয় ভূমিকা রেখে চলছেন। সমাজের অন্ধকার দূর করার প্রচেষ্টায় যার পথ চলা। শুধু পেশাগত দায়িত্বপালন নয়, মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। দিনের শুরু থেকেই প্রতিটি কাজ করেন সুচিন্তার মাধ্যমে।
নাগরিক জীবন শতভাগ নিরাপত্তা নিশ্চিতকরণ ও সুন্দর কাজের মাধ্যমে তরুণদের অনুপ্রাণিত করার লক্ষ্যে তার ছুটে চলা নিরন্তর। অপরাধমুক্ত সমাজ গঠন ও তারুণ্যের বন্ধনকে সুন্দর ও আলোকিত করতে যার প্রতিটি কাজ এরই মধ্যে স্বাক্ষর রেখে চলছে। সাধারণ মানুষ ও পরিবারের মাঝে বৈষম্য কীভাবে দূর করতে হয়, তা চৌকস এ অফিসারের সঙ্গে কথা বললেই অনুধাবণ করা যায়। কখনও অসহায়দের মুখে হাসি ফোটানো, কখনও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ, দরিদ্র ও এতিম ছাত্রদের পোশাক বিতরণ, বিনোদনের জন্য আয়োজন, আবার কখনও একঝাঁক তারুণ্যকে অপসংস্কৃতি এবং মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন হাবিবুর রহমান। সম্প্রতি তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন হওয়ায় আলোকিত বন্ধু ফোরামের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।