আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বন্ধু ফোরামের শুভেচ্ছা বিনিময়

বন্ধু ফোরাম ডেস্ক
| আলোকিত বন্ধু ফোরাম

বন্ধু ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছাস্মারক গ্রহণ করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. জামাল উদ্দিন আহমেদ

মাদক সমাজ ও পরিবারকে ধ্বংস করে দেয়। ভয়ানক মাদকের ছোবল থেকে সমাজকে মুক্ত রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তরুণদের মাদকের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. জামাল উদ্দিন আহমেদ। সম্প্রতি দেশ গড়ার কাজে নিবেদিত সংগঠন আলোকিত বন্ধু ফোরামের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আলোকিত বন্ধু ফোরামের পক্ষ থেকে বগুড়া জেলা বন্ধু ফোরামের সদস্য সচিব মো. আইয়ুব আলী মানবতার কল্যাণে বন্ধু ফোরামের কর্মকা- তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক হাফিজুর রহমানসহ অনেকে।