রমজানের মাহাত্ম্য রক্ষার্থে প্রকাশ্যে কেউ খাবার গ্রহণ ও পানি পান করলে শাস্তি হিসেবে জেল ও জরিমানার আইন পাস করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। এ ছাড়াও রমজান উপলক্ষে তিন হাজারের বেশি বন্দিকে মুক্তি দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। কারাগারে ভালো আচরণের পুরস্কার হিসেবে দেশটির বিভিন্ন কারাগারে থাকা এ বন্দিদের মুক্তির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান।
আরব আমিরাতের পেনাল কোড অনুযায়ী, রোজার সময় কোনো ব্যক্তি প্রকাশ্যে খাবার খেলে বা পানি পান করলে অথবা কাউকে খেতে উৎসাহ জোগালে শাস্তি হিসেবে এক মাসের জেল এবং জরিমানা হিসেবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ হাজার টাকা দিতে হবে।
এছাড়া আমিরাতে রমজান মাস চলাকালীন কোনো দোকান কাউকে খেতে উৎসাহ দিলে শাস্তিস্বরূপ এক মাসের জন্য সেই দোকান বন্ধ করে দেওয়া হবে। সেই সঙ্গে রমজান মাসে কেউ ভিক্ষা করলেও তাকে জেলে যেতে হবে বলে খবরে বলা হয়েছে।
হ সূত্র : খালিজ টাইমস