আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

মাহবুব ফের চিটাগং চেম্বারের সভাপতি

চট্টগ্রাম ব্যুরো
| নগর মহানগর

টানা চতুর্থবারের মতো চিটাগং চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি হলেন মাহবুবুল আলম। সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি সংসদ সদস্য এমএ লতিফের ছেলে ওমর হাজ্জাজ ও সহ-সভাপতি হয়েছেন তরফদার মো. রুহুল আমিন। সোমবার দুপুর ১২টায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান শাহজাদা ফৌজুল মবিন খানের সভাপতিত্বে ও একেএম আক্তার হোসেনের পরিচালনায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মাহবুবুল আলম সিসিসিআইর সভাপতি ছাড়াও খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি ও আলম ট্রেডিং করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। 
এর আগে চেম্বারের পরিচালক নির্বাচনের লক্ষ্যে ২১ মার্চ ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা ৫ মে দুপুর ১টায় শেষ হয়। এ সময়ের মধ্যে অর্ডিনারি ক্যাটাগরিতে ১২টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী, অ্যাসোসিয়েট গ্রুপে ছয়টির বিপরীতে ছয়জন, টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে তিনটি পদের বিপরীতে তিনজন এবং ট্রেড গ্রুপে তিনটি পদের বিপরীতে তিন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন, যা যাচাই-বাছাইয়ের পর নির্বাচন কমিশন কর্তৃক বৈধ বলে গৃহীত হয়। পরবর্তী সময়ে ১৯ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে অর্ডিনারি ক্যাটাগরিতে দুইজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় নির্বাচন বোর্ড অন্য প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।