আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

রাজনীতিকদের নিয়ে বিএনপির ৩০ টাকার ইফতারের উদ্যোগ

রকীবুল হক
| নগর মহানগর

প্রতি বছরের মতো এবারও রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করবে বিএনপি। ২৮ মে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের লেডিস ক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। তবে অন্যান্যবার এ ধরনের আয়োজনে হরেক ধরনের দামি খাবার থাকলেও এবার প্রতিজনের ইফতার সামগ্রীর বাজেট ধরা হয়েছে ৩০ টাকা। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি সহমর্মিতা জানিয়ে ইফতারের এ বাজেট নির্ধারণ করা হয় বলে জানা গেছে।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান আলোকিত বাংলাদেশকে বলেন, ২৮ মে লেডিস ক্লাবে দলের পক্ষ থেকে রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে ২০ দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, কারাবন্দি খালেদা জিয়া প্রতি দিন ৩০ টাকার ইফতার করেন। তাই তার প্রতি সহমর্মিতা জানিয়ে ওই অনুষ্ঠানে জনপ্রতি যে ইফতার সামগ্রী দেওয়া হবে তাও ৩০ টাকার মধ্যে রাখার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ নেত্রী যে দামের মধ্যে কারাগারে ইফতার করেন, দলের নেতাকর্মীরাও সেদিন সে দামের মধ্যে ইফতার করবেন।
সূত্র মতে, এ ৩০ টাকার ইফতারের প্যাকেজে থাকবে ছোট একটি পানির বোতল (যার দাম পড়বে ৬ টাকা), এক পিস খেজুর, এক পিস পেঁয়াজু, এক পিস বেগুনি, এক পিস ছোট জিলাপি, এক মুঠো মুড়ি এবং সামান্য কিছু ছোলা। দলীয় সূত্র জানায়, শনিবার দলের ইফতার কমিটির নেতারা এ সিদ্ধান্ত নেন।
এর আগে ১৫ মে রাজধানীর নয়াপল্টনে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা খালেদা জিয়াকে কারাবিধি মোতাবেক দেওয়া ইফতারের সঙ্গে সঙ্গতি রেখে ইফতার মাহফিল শীর্ষক একটি অনুষ্ঠান করে। ওই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নিপুন রায় চৌধুরী বলেন, আজ থেকে কেরানীগঞ্জের নেতাকর্মীরা জনপ্রতি ৩০ টাকার বেশি ইফতার খাবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ৩০ টাকার ইফতার কর্মসূচিকে স্বাগত জানিয়ে গয়েশ্বর বলেন, শুধু কেরানীগঞ্জের নেতাকর্মী না, সারা দেশের নেতাকর্মীদের বলব, আমরা শপথ নেই, আজ থেকে কেউ ৩০ টাকার বেশি ইফতার করব না।