বিদ্যুৎস্পৃষ্টে নিহত
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বিসিক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাবেদ মিয়া নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। সোমবার সকালে বিসিক সড়কের পাশে ট্রাক থামিয়ে চট নামাতে গিয়ে উপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লেগে ঘটনাস্থলেই জাবেদ মিয়া মারা যান। নিহত জাবেদ মিয়া নরসিংদী সদর থানার বামেরবাউল এলাকার আবদুল কুদ্দুছ মিয়ার ছেলে।
চেক বিতরণ
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতার বই এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি মোসলেম উদ্দিন। এ সময় ইউএনও লীরা তরফদার, পৌর মেয়র গোলাম কিবরিয়া, ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।
প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ
রংপুর ব্যুরো
আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার বিষয়ক সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক অফিস রংপুরের আয়োজনে নগরীর কেরানী পাড়ায় কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী, রকিবুল হাসান, মাউদুদুল ইসলাম, ড. আবু জামান সরকার ও ড. আল আমিন হোসেন।
ভাতা বিতরণ
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী পৌরসভা এলাকায় সোমবার অসহায় ও দুস্থদের মধ্যে বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা বিতরণ করা হয়েছে। পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা প্রমুখ উপস্থিত ছিলেন।
কারাদন্ড
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
রাস্তায় এক নারীকে উত্ত্যক্ত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত সোমবার দুপুরে শহিদুল ইসলাম নামে এক বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান এ রায় দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের গোপন সহকারী শরিফুল ইসলাম জানান, শহিদুল উপজেলার বামন ঘিয়ালা গ্রামের শাহ আলমের ছেলে। বেশ কয়েক বছর তিনি বিদেশে চাকরি করতেন। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। শ্যামালীপাড়া বাসস্ট্যান্ডের পাশে এক নারীকে উত্ত্যক্ত করার সময় তিনি ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পড়েন। পরে বিচারক তাকে ওই সাজা দেন।