রানীশংকৈল বালিয়াডাঙ্গী মহাসড়কে ধানের দাম বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কৃষক সমিতি। সোমবার সকালে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. ইয়াসিন আলী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ‘দেশ বাঁচাও কৃষক বাঁচাও’ সেøাগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা সরকারকে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের আহ্বান জানান। অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম না বাড়িয়ে কৃষকের উৎপাদিত পণ্য ধান, গম, ভুট্টা ইত্যাদি ফসলের দাম বৃদ্ধির জোর দাবি জানানো হয়।