আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

সাভারে খাবারের কারখানাকে জরিমানা

সাভার প্রতিনিধি
| দেশ

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করার অপরাধে সাভারে একটি কারখানায় অভিযান পরিচালনা করেন র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের বাগবাড়ী এলাকার প্রিন্স ফুড প্রোডাক্টস কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানার ম্যানেজার সারোয়ার উদ্দিনকে ১২ লাখ টাকা জরিমানা করেন র‌্যাব ৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন। র‌্যাব-৪ জানায়, দীর্ঘ দিন ধরে প্রিন্স ফুড প্রোডাক্টস কর্তৃপক্ষ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি দই, সেমাই, কেকসহ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য তৈরি করে আসছিল।