পিরোজপুরের মঠবাড়িয়ার এক ইয়াবা ব্যবসায়ীকে ৭ বছরের সশ্রম কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- দিয়েছেন আদালত। রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহাম্মদ সামছুল হক আসামির অনুপস্থিতিতে এ আদেশ দেন। দ-প্রাপ্ত আসামি হাছান আলী মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের সেলিম ফরাজীর ছেলে। জানা যায়, ২০১৮ সালের ১৭ জানুয়ারি জেলা গোয়েন্দা পুলিশের এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সদর উপজেলার দক্ষিণ শংকরপাশা চালনা ব্রিজ থেকে হাছান আলীকে ৬৫ পিস ইয়বাসহ গ্রেপ্তার করে।