নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে এনে আলমাস হোসেন (৪৫) নামে এক জাহাজ ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। নিহতের স্ত্রী তাছলিমা আক্তারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার এসআই আমিনুর রহমান জানান, ঢাকার দোহার এলাকার আলমাস দীর্ঘদিন ধরে উপজেলার ভাওয়ালিয়াপাড়া এলাকায় বসবাস করে জাহাজ ব্যবসা করে আসছিলেন। রোববার বিকালে একই এলাকার নাজমুল হক রাসেল মোবাইল ফোনে বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে আসেন। এরপর থেকে বহু চেষ্টা করে তাকে আর মোবাইলে পাওয়া যায়নি। এদিকে রাত সাড়ে ১০টার দিকে রাসেলসহ তার সঙ্গী মাঝিনা নদীরপাড় এলাকার আবু তাহের ও তালাশকুট এলাকার শাহীন ব্যবসায়ী আলমাসকে উপজেলার পূর্বাচলের নীলা মার্কেট নামক স্থানে একটি প্রাইভেট কারে নিয়ে আসে। গাড়ি থেকে বের হয়ে একপর্যায়ে আলমাস জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে যান। এ সময় সঙ্গী শাহিন ও আবু তাহের পালিয়ে যান। রূপগঞ্জ থানার টহলরত পুলিশের একটি দল তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং রাসেলকে আটক করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে ব্যবসায়ী আলমাস হোসেনের মৃত্যু হয়।