কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জের ধরে পাঁচ সন্তানের জননীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। অন্যদিকে ময়মনসিংহের নান্দাইলে সুকাইজুড়ি নদীতে দুই শিশুর লাশ ভাসছে। প্রতিনিধিদের পাঠানো খবর
চৌদ্দগ্রাম : কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জের ধরে পাঁচ সন্তানের জননীকে কুপিয়ে হত্যা করেছে পাষ- স্বামী। নিহতের নাম জোসনা বেগম। তিনি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আবদুল মান্নানের স্ত্রী। পুলিশ সোমবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করেছে। বিকালে পাষ- স্বামী আবদুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, কয়েক মাস ধরে পারিবারিক বিষয় নিয়ে সৈয়দপুর গ্রামের আবদুল মান্নান ও তার স্ত্রী জোসনা বেগমের বিরোধ চলছিল। সোমবার সকালে ফের বাকবিত-া শুরু হলে ক্ষীপ্ত হয়ে আবদুল মান্নান ছুরি দিয়ে জোসনার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ঘটনা টের পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে আবদুল মান্নান পালিয়ে যায়। পরে জোসনাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লার একটি হাসপিটালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক তদন্ত শুভ রঞ্জন চাকমা বলেন, গৃহবধূ নিহতের ঘটনায় ঘাতক স্বামী আবদুল মান্নানকে আটক করা হয়েছে।
নান্দাইল : ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের উলুহাটি গ্রামের সুকাইজুড়ি নদীতে প্রায় তিন মাসের দুই শিশুর লাশ ভাসতে দেখেছেন এলাকাবাসী। তারা জানান, ওই নদীর স্থানীয় একটি সেতুর কাছে সোমবার দুপুরে দুটি শিশুর লাশ ভাসতে দেখা যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর আশপাশের গ্রামের মানুষজন দলে দলে এসে তা দেখেন। এলাকাবাসী জানান, শিশুদের লাশ নদীর এক কিনারে এসে আটকে রয়েছে। জানতে চাইলে নান্দাইল মডেল থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, ঘটনাটির খোঁজ এখনও পাননি।