আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

টাঙ্গাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ

টাঙ্গাইল প্রতিনিধি
| দেশ

টাঙ্গাইলের মির্জাপুরে সোমবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ বিভাগ- আলোকিত বাংলাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের জামুর্কি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক জনপদ (সওজ)। সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল হকের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের জামুর্কি এলাকায় একটি তৃতীয় তলা ভবন, একটি দ্বিতীয় তলা ভবন, দুইটি আধাপাকা ও বেশ কয়েকটি টিন সেডের ঘর ভেঙে ফেলা হয়। এর আগে সওজ থেকে স্থাপনাগুলো সরিয়ে নিতে এলাকায় মাইকিং করা হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। এদিকে জামুর্কি এলাকার ক্ষতিগ্রস্তরা জানান, সওজ স্থাপনা সরিয়ে নিতে কোনো সময় দেয়নি।