আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

রাজবাড়ীতে ১৫০ বছরের ভবন রক্ষার দাবি

রাজবাড়ী প্রতিনিধি
| দেশ

রাজবাড়ী জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রায় ১৫০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী লাল ভবন রক্ষা ও সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় ঐতিহ্য সংরক্ষণ আন্দোলন রাজবাড়ীর ব্যানারে রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ভবনটি রক্ষা ও সংস্কারের দাবি জানান শিক্ষক, সাংবাদিক, ছাত্র, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও নাট্যব্যক্তিতসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। ভবনটি রক্ষার ব্যবস্থা না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলাসহ আত্মাহুতি দেওয়ার ঘোষণা দেন বিদ্যালয়ের সাবেক ছাত্র একুশে পদকপ্রাপ্ত শিল্পী মনসুরুল করিমসহ অনেকে। এরই মধ্যে ওই পুরোনো লাল ভবনটি ভেঙে ওই স্থানে আরেকটি ভবন করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ফলে ওই ভবন রক্ষার্থে ফুঁসে উঠেছেন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এ নিয়ে চলছে তোলপাড়। ভবন রক্ষায় গঠিত হয়েছে ঐতিহ্য সংরক্ষণ আন্দোলন রাজবাড়ী নামের একটি সংগঠন। যার প্রধান সমন্বয়ক বিদ্যালয়ের সাবেক ছাত্র একুশে পদকপ্রাপ্ত শিল্পী মনসুরুল করিম। যে কোনো মূল্যে ভবনটি রক্ষা করে ওই ভবনে জাদুঘর স্থাপনের দাবি জানিয়েছেন তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন ঐতিহ্য সংরক্ষণ আন্দোলন রাজবাড়ীর প্রধান সমন্বয়ক বিদ্যালয়ের সাবেক ছাত্র একুশে পদকপ্রাপ্ত শিল্পী মনসুরুল করিম, সংগঠনের সংগঠক সাংবাদিক বাবু মল্লিক, মুহিতুজ্জামান বেলাল, শিক্ষক আবদুর রউফ হিটু, পৌর ৪নং ওয়ার্ড কমিশনার আলমগীর শেখ তিতু প্রমুখ।