আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

মানিকগঞ্জে অবৈধ ড্রেজিং বন্ধের দাবিতে বিক্ষোভ

মানিকগঞ্জ প্রতিনিধি
| দেশ

অবৈধ ড্রেজিং বন্ধের দাবিতে সোমবার মানিকগঞ্জে মানববন্ধন- আলোকিত বাংলাদেশ

মানিকগঞ্জে পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজিং বন্ধের দাবি ও উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানকে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করা হয়েছে। সোমবার দুপুরে হরিরামপুরবাসী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে উপজেলা চত্বরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদের সামনে গিয়ে শেষ হয়। অবৈধ ড্রেজিংয়ের কারণে হরিরামপুর উপজেলার নদীভাঙন শুরু হয়েছে বলে মানববন্ধনে বক্তারা বলেন।