খাগড়াছড়ি সদরের কালাডেবা এলাকা থেকে মায়া হরিণ ও গাজীপুরের শ্রীপুরে এক কৃষক পাটক্ষেতের বেড়ায় আটকে থাকা ময়ূর উদ্ধার করেছেন। প্রতিনিধিদের পাঠানো খবর
খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদরের কালাডেবা এলাকা থেকে উদ্ধার হওয়া মায়া হরিণ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে জেলা শহরের বৌদ্ধ বিহারের সামনে খাগড়াছড়ি বন বিভাগের লোকজনের কাছে হরিণটি হস্তান্তর করেন খাগড়াছড়ি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মংসুইথোয়াই চৌধুরী। সাবেক কাউন্সিলর মংসুইথোয়াই চৌধুরী জানান, সকালে বাসা থেকে বের হতেই নির্মাণাধীন একটি কালভার্টের নিচে হরিণটি দেখে স্থানীয়রা এটা উদ্ধার করেন। হরিণ বিপন্ন প্রজাতির প্রাণী হওয়ায় এটি কাউকে আটকে রাখতে না দিয়ে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি প্রদীপ চৌধুরী বলেন, যেখানে মানুষ হরিণ মেরে খাচ্ছে সেখানে লোকালয়ে হরিণ পেয়েও তা বন বিভাগে হস্তান্তর প্রাণের প্রতি মানবপ্রেমের দৃষ্টান্ত। খাগড়াছড়ি সদর রেঞ্জের রেঞ্জ অফিসার বজলুর রহমান ভূঞা বলেন, লোকালয় থেকে উদ্ধার হওয়া মায়া হরিণটির শারীরিক পরীক্ষা শেষে বন বিভাগের সংরক্ষণশালায় রাখা হয়েছে।
শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে বেলতলী মধ্যপাড়া গ্রামে এক কৃষক পাটক্ষেতের বেড়ায় আটকে থাকা এক ময়ূরকে উদ্ধার করেছেন স্থানীয়রা। এ সময় ময়ূরকে নিয়ে উৎসুক জনতার মাঝে কৌতূহল শুরু হয়। যদিও পরে পাশেই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কর্তাব্যক্তিদের খবর দেওয়া হলে তারা এসে ময়ূরটি উদ্ধার করে নিয়ে যান। এ ব্যাপারে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, সম্প্রতি ঝড়ে ময়ূর বেষ্টনীটি ক্ষতিগ্রস্ত হয়। এতেই ময়ূরটি বের হয়ে লোকালয়ে চলে যায়।