যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া গুয়ামের কাছে নৌ-মহড়া শুরু করেছে। এ ধাঁচের এটি তাদের প্রথম সামরিক মহড়া। চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে তারা এমন মহড়া শুরু করল। মার্কিন নৌবাহিনী বৃহস্পতিবার এ খবর জানায়। সূত্র : এএফপি
মার্কিন সেভেনথ ফ্লিটের এক বিবৃতিতে বলা হয়, ‘সমুদ্র যুদ্ধে দক্ষতা বৃদ্ধি এবং ব্যবহারিক সহযোগিতা জোরদারে এই চারটি দেশের তিন হাজারেরও বেশি সৈন্যের অংশগ্রহণে ‘প্যাসিফিক ভ্যানগার্ড’ নামের এ নৌ-মহড়া শুরু হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এ মহড়ায় সাগরে ‘সরাসরি গুলিবর্ষণ, আত্মরক্ষামূলক আকাশ-প্রতিরক্ষা অভিযান, ডুবোজাহাজ বিধ্বংসী যুদ্ধাস্ত্র’ ব্যবহারের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে।
মহড়ায় অস্ট্রেলিয়ার দুটি ফ্রিগেট, জাপানের দুটি ডেস্ট্রয়ার ও দক্ষিণ কোরিয়ার একটি ডেস্ট্রয়ার অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষে এ অভিযানের নেতৃত্বে রয়েছে সেভেনথ ফ্লিটের পতাকাবাহী জাহাজ ইউএসএস ব্লু রিজ। ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্য নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে চীন এ সপ্তাহের গোড়ার দিকে দক্ষিণ চীন সাগরে বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে একটি মার্কিন যুদ্ধজাহাজ অবস্থানের নিন্দা জানিয়েছে। ২০১৭ সালে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে পারমাণবিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিল গুয়াম। সেখানে এক লাখ ৬০ হাজারের বেশি মানুষ বসবাস করে। এ উত্তেজনাকে কেন্দ্র করে উত্তর কোরিয়া মার্কিন ভূখ- বোমা মেরে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিল।