ভোট গণনার মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক কংগ্রেস নেতা। ভোপাল লোকসভা কেন্দ্রের সেহোর জেলায় কাউন্টিং সেন্টারে হৃদরোগে আক্রান্ত হন কংগ্রেসের জেলা সভাপতি রতন সিং ঠাকুর। কাউন্টিং সেন্টারেই ভোট গণনার সময় তিনি উপস্থিত ছিলেন। গণনা চলাকালীন আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তিনি। জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার। রতন সিংহের মৃত্যুর সংবাদটি এমন এক সময়ে এলো, যখন লোকসভা নির্বাচনে বড় পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে তার দল কংগ্রেস। যদিও সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে সরকার গঠন করতে পেরেছিল কংগ্রেস। এনডিটিভি