ঈদ উপলক্ষে শেখ সাইফুল্লাহ রুমীর কথায় এসেছে নতুন দুটি গান। প্রাণ বন্ধুয়া ও দেহ পিঞ্জর শিরোনামের আধ্যাত্মিক ও রোমান্টিক ধাঁচের এ গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী আশিক। গানের সুর করেছেন সালেহ বিশ্বাস ও সংগীত পরিচালনা করেছেন এএইচ জীবন। জি সিরিজের ব্যানারে গান দুটি প্রকাশ পাচ্ছে।