টিভিএস প্রিমিয়ার ফুটবল লিগ
নোফেল ১ : ৩ বসুন্ধরা কিংস
মুক্তিযোদ্ধা ০ : ৪ আবাহনী
আগের ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে হেরে শিরোপা রেস থেকে কিছুটা পিছিয়ে পড়েছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী; তবে কিংসের (৪০) চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে পড়লেও আকাশি-হলুদদের সম্ভাবনা একেবারে শেষ হয়ে গেছে বলা যাবে না। কেননা, লিগ যে লম্বা সময়ের খেলা, যে কোনো সময় অঘটন ঘটতে পারে। তাই নিজেদের কাজ সেরে রাখতে হবে আগে, এরপর অন্যদের সঙ্গে সমীকরণ মেলানোর পালা। জাতীয় দলের বিশ্বকাপ ও এশিয়ান কাপের প্রাক প্লে-অফ ম্যাচের জন্য প্রায় দুই সপ্তাহ বিশ্রামে যাচ্ছে প্রিমিয়ার লিগ। তার আগে গতকাল পঞ্চদশ রাউন্ডে বড় জয় পেয়েছে আবাহনী ও কিংস। নোয়াখালীতে নোফেল স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে হারিয়েছে কিংস, গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে আবাহনী। এই জয়ের পর শিরোপা লড়াইয়ে আবাহনীর সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান ধরে রাখল কিংস।
১৫ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে ৪৩ পয়েন্ট তাদের, ১৫ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। মুক্তিযোদ্ধা (১৬) থাকল আটেই, এক ম্যাচ কম খেলা নোফেল (৯) একাদশতম স্থানেই।
গোপালগঞ্জের শেখ ফজলুল হকি মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার শুরুটা হয়েছিল ভালো। পঞ্চদশ মিনিটে ইউনুসা কামারার তৈরি করে দেওয়ার সুযোগ বালো ফামুসা কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ৪ গোল দেয় আবাহনী। ২৭তম মিনিটে মামুনুল ইসলামের ফ্রি-কিকে হাইতির ফরোয়ার্ড কেরভেন্স ফিলস বেলফোর্ট হেডে দলকে সমতায় ফেরান। ৩ মিনিট পর নাবীব নেওয়াজ জীবনের গোলে এগিয়ে যান শিরোপাধারীরা। ৬৪ মিনিডে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে স্কোর লাইন ৩-১ করেন মামুনুল। ৭৪ মিনিটে সানডে চিজোবার গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
নোয়াখালীর শহীদ ?ভুলু স্টেডিয়ামে প্রথমার্ধের শেষ দিকের ২ গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বসুন্ধরা কিংস। ৪০ মিনিটে বিশ্বকাপার ড্যানিয়েল কলিন্দ্রেস ও ৪ মিনিট পর বখতিয়ার দুইশবেকভের লক্ষ্যভেদে স্কোরলাইন হয় ২-০। ৫৩ মিনিটে ইসমাইল বাঙ্গুরার গোলে ম্যাচে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় নোফেল। কিন্তু ৭৫ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস দি সিলভার লক্ষ্যভেদে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগের এই দুই নবাগত দলের প্রথম পর্বে বসুন্ধরা জিতেছিল ২-০ গোলে।
বুধবার রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথম পর্বে দুই দল ২-২ ড্র করেছিল। ১৫ ম্যাচে চতুর্থ জয় পাওয়া শেখ জামালের পয়েন্ট ১৮। ষষ্ঠ হারের স্বাদ পাওয়া রহমতগঞ্জের ১৫।