আজকের পত্রিকাআপনি দেখছেন ২৪-০৫-২০১৯ তারিখে পত্রিকা

পুঁজিবাজারে রানার অটোমোবাইলসের শেয়ার লেনদেন শুরু

| অর্থ-বাণিজ্য

অটোমোবাইলস খাতে প্রথম উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস লিমিটেড ২১ মে তারিখে দেশের পুজিবাজারের দুইটি স্টক এক্সচেঞ্জে একত্রে লেনদেন শুরু করে। লেনদেন শুরুর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, আমরা শুধু টাকার জন্য প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আসিনি। কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখার জন্য পুঁজিবাজারে এসেছি। অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক কেএম মাজেদুর রহমান, রানার অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল হক চৌধুরী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মহাব্যবস্থাপক গোলাম ফারুক, রানার অটোমোবাইলসের প্রধান অর্থ কর্মকর্তা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি