আজকের পত্রিকাআপনি দেখছেন ২৪-০৫-২০১৯ তারিখে পত্রিকা

দুই বিদ্যুৎ প্রকল্পের লিড এরেন্জার প্রাইম ব্যাংক

| অর্থ-বাণিজ্য

এক্স ইন্ডেক্স কোম্পানিজ তার দুইটি বিদ্যুৎ প্রকল্প টাঙ্গাইল পল্লী পাওয়ার জেনারেশন লিমিটেড এবং কাঞ্চন পূর্বাচল পাওয়ার জেনারেশন লিমিটেডের জন্য প্রাইম ব্যাংককে লিড এরেন্জার হিসেবে মনোনিত করেছে। এক্স ইন্ডেক্স কোম্পানিজের চেয়ারম্যান মো. মাজহারুল কাদের, ব্যবস্থাপনা পরিচালক মাহিন বিন মাযহার এবং প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খানের উপস্থিতিতে এক্স ইন্ডেক্স কোম্পানিজের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ, প্রাইম ব্যাংকের স্ট্রাকচারড ফিন্যান্সের প্রধান ও এসইভিপি-শামস আবদুল্লাহ মোহাইমীনের কাছে মান্ডেট লেটার হস্তান্তর করেন। এ সময় প্রাইম ব্যাংকের ইভিপি ইমতিয়াজ আহমেদ ভূঁইয়া এবং এক্স ইন্ডেক্স কোম্পানিজের এসভিপি আবদুল ওয়াসিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি