আজকের পত্রিকাআপনি দেখছেন ২৪-০৫-২০১৯ তারিখে পত্রিকা

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি

| অর্থ-বাণিজ্য

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সম্প্রতি ৪৪টি বাজার তদারকি ও দুইটি লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১৩০টি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা এবং আদায়কৃত জরিমানা হতে দুই অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৮ হাজার ৭৫০ টাকা প্রদান করেছে। প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক কর্তৃক বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিমের সঙ্গে ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম এলাকায় পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে বিসমিল্লাহ মিষ্টি মুখ, জামাল মাংসের দোকান, রিফাত মাংসের দোকানকে যথাক্রমে ১০ হাজার টাকা, ৫ হাজার, ৫ হাজার টাকা; পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে মুসলিম সুইটস, উত্তরা স্টেশনারিকে যথাক্রমে ৬ হাজার ও ৫ হাজার টাকাসহ মোট ৩১ হাজার টাকা জরিমানা করে।

এছাড়া দেশব্যাপী ৪৩টি বাজার তদারকির মাধ্যমে বিভিন্ন অপরাধে ১২৩টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৩১ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে বিভিন্ন অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি