আজকের পত্রিকাআপনি দেখছেন ২৪-০৫-২০১৯ তারিখে পত্রিকা

মাহে রমজান উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

| ইসলাম ও সমাজ

(সৌজন্যে : মাকতাবাতুল হাসান)


আজকের প্রশ্ন
কোরআনে কোন কীট সম্পর্কে আল্লাহ বলেছেন ‘তাকে অহি করেছেন’?

সঠিক কোনটি : ১. মাকড়সা, ২. পিঁপড়া ৩. মৌমাছি।

আজকের সন্ধ্যার মধ্যেই [email protected]  ঠিকানায় ই-মেইলের মাধ্যমে অথবা ০১৭৭৮৯৪৫৯৪৩ নম্বরে এসএমএস-এর মাধ্যমে উত্তর পাঠাতে হবে এবং উত্তরদাতার নাম ও পূর্ণ ঠিকানা উল্লেখ থাকতে হবে। একাধিক বিজয়ীর ক্ষেত্রে লটারির মাধ্যমে প্রতিদিন একজনকে পুরস্কৃত করা হবে।

গতকালের প্রশ্নের সঠিক উত্তর : দ্বিতীয় হিজরিতে জাকাত ফরজ হয়।

গতকালের সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারিতে বিজয়ী :  তাজমিন নাহার, গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।