রূপগঞ্জ থানার মাহমুদুল হাসান ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত
হয়েছেন। ডিআইজি (ঢাকা রেঞ্জ) কার্যালয়ে ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তাকে বুধবার শ্রেষ্ঠ ওসি
হিসেবে ক্রেস্ট ও সম্মাননা পদক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন-অর-রশিদ (বিপিএম-পিপিএম)সহ ঢাকা বিভাগের সব জেলার পুলিশ সুপাররা। মামলা নিষ্পত্তি, অজ্ঞাত হত্যা মামলার রহস্য উদঘাটন, গণধর্ষন মামলার আসামি আটক ও ১৬৪ ধারায় জবানবন্দি আদায়, সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে বিশেষ অবদানের কারণে তিনি সম্মাননা অর্জন করেন।
জানা গেছে, ওসি মাহমুদুল হাসান ২০০৫ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। কর্মজীবনে অসংখ্য মামলা নিষ্পত্তি, অস্ত্র উদ্ধারসহ দেশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং ইমু বাহিনীর প্রধান ইমুর সঙ্গে সম্মুখ বন্দুকযুদ্ধের ঘটনায় ইমু নিহত হয়। তিনি পহেলা এপ্রিল রূপগঞ্জ থানার ওসি হিসেবে পদায়ন হন। এর এক মাসের মধ্যে তিনি বিভাগের শ্রেষ্ঠ অফিসার মনোনীত হন। এ ব্যাপারে তিনি বলেন, এ প্রাপ্তিতে কাজের উৎসাহ অনেক বেড়ে গেছে।