আজকের পত্রিকাআপনি দেখছেন ২৪-০৫-২০১৯ তারিখে পত্রিকা

রাজশাহীতে ২৯ মে থেকে ফিরতি ট্রেনের আগাম টিকিট

রাজশাহী ব্যুরো
| নগর মহানগর

ঈদের পর কাজে ফেরা মানুষের জন্য রাজশাহীতে ২৯ মে থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। আগাম টিকিট বিক্রি করা হবে ২ জুন পর্যন্ত। পশ্চিমাঞ্চল রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীরা ঈদ-পরবর্তী ৭ জুনের টিকিট ২৯ মে, ৮ জুনের টিকিট ৩০ মে, ৯ জুনের টিকিট ৩১ মে, ১০ জুনের টিকিট ১ জুন এবং ১১ জুনের টিকিট ২ জুন কাটতে পারবেন। জাতীয় পরিচয়পত্র দিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন যাত্রীরা।
স্টেশনের কাউন্টারে একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। 
এবার ঈদে ঢাকা-রাজশাহী রুটে ট্রেনের সংখ্যা না বাড়লেও অতিরিক্ত যাত্রীর কারণে ট্রেনে বাড়ানো হবে কোচের সংখ্যা। তবে ঈদের দিন সব আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।