আজকের পত্রিকাআপনি দেখছেন ২৪-০৫-২০১৯ তারিখে পত্রিকা

যাত্রাবাড়ীতে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
| নগর মহানগর

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত চাকুসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের নাম আবু সাঈদ, সোহেল, সুমন শেখ, জাকির হোসেন, শামীম ও সুমন। বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক জানান, গোপন সংবাদে যাত্রাবাড়ী এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত পাঁচটি চাকু, ১০টি ব্লেড ও একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তারা দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী, সায়েদাবাদ, দয়াগঞ্জসহ আশপাশের এলাকায় পথচারীদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল চুরি ও ছিনতাই করে আসছে।