হাওয়াই সফররত বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বুধবার হনুলুলুতে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডার জেনারেল রবার্ট বি ব্রাউনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তাকে সেনাবাহিনীর শুভেচ্ছা স্মারক প্রদান করেন ষ আইএসপিআর
হাওয়াই সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বুধবার হনুলুলুতে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডার জেনারেল রবার্ট বি ব্রাউনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ও ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এছাড়াও সেনাবাহিনী প্রধান রয়েল ব্রুনেই ল্যান্ড ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল দাতো সেরি পাহল্ওয়ান আওয়াং খায়রুল হামেদ বিন আওয়াং হাজী ল্যামপোহ্-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। আইএসপিআর