নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর উপজেলার ২৪নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া কবরস্থানটি জলাবদ্ধতাসহ নানা সমস্যায় জর্জরিত। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন একাধিকবার এ কবরস্থান সংস্কার ও উন্নয়ন কাজের আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেননি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বন্দর উপজেলার দেউলীর চৌরাপাড়া কবরস্থান এলাকায় গেলেই দেখা যাবে পানির মধ্যেই লাশ দাফন করার দৃশ্য।
স্থানীয়দের অভিযোগে জানা গেছে, ২৪নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া কবরস্থানটিতে আশপাশের কয়েকটি এলাকার বাসিন্দাদের লাশ দাফন করা হয়। অত্র কবরস্থানের জলাবদ্ধতা সমস্যা দীর্ঘদিনের। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এ কবরস্থানে জলাবদ্ধতা সংকট দেখা দিয়েছে। কিন্তু এ সংকট নিরসনে কারও সহায়তা এখনও পায়নি এলাকাবাসী। মৃত ব্যক্তির জন্য কবর খুঁড়লে পানিতে কবর তলিয়ে যায়। এ অবস্থায় কবর দিতে হলে লাশের নিচে কলাগাছ ও বালু দিয়ে কবর দিতে হয়। তারপরও লাশের রক্ত ভেসে বেরিয়ে আসে। এভাবেই লাশ দাফন কাজ চলছে। এ সঙ্কটের ফলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী একাধিকবার এ কবরস্থান পরিদর্শন করে সংস্কার ও উন্নয়ন কাজের আশ্বাস দেন।
স্থানীয়রা আরও বলেন, একটু বৃষ্টি হলেই কিংবা বর্ষা মৌসুমে এ কবরস্থানে হাঁটু থেকে বুক পর্যন্ত পানিতে তলিয়ে যায়। যে কারণে কবরস্থান ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া অত্র এলাকায় কোনো বিকল্প ব্যবস্থা নেই। এ বিষয়ে মেয়র আইভী ও স্থানীয় কাউন্সিলর আফজাল বারবার আশ্বাস দিলেও উন্নয়ন ও সংস্কার কাজ হয়নি।
দেউলী বড় সমাজ মসজিদ কমিটির মোতাওয়াল্লি মো. ইমরান হাসান বলেন, আশপাশের তিন থেকে চার মসজিদের অধীনে বসবাসকারী লোকজনদের এ কবরস্থানে দাফন করা হয়। তবে জলাবদ্ধতার কারণে কবর দেওয়া যায় না। এ নিয়ে নানা সংকট তৈরি হচ্ছে। এ দুরবস্থা দেখে মেয়র আইভী এ কবরস্থানের সংস্কার ও উন্নয়ন কাজের আশ্বাস দিয়েছেন একাধিকবার। শুধু তাই নয়, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেনও বিভিন্ন সময় এখানে এসে কবরস্থানের সংস্কার ও উন্নয়ন কাজের ঘোষণা দিয়ে তা বাস্তবায়িত করেনি। এতে আমাদের এ কবরস্থানটি নিয়ে কোনো কাজের অগ্রগতি হচ্ছে না।
একই কথা বললেন ওই এলাকার বাসিন্দা শাহআলম, মানিক, জাহাঙ্গীর, মো. মোরশেদ আলমসহ স্থানীয় অনেকে।
এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর আফজাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অংকন বলেন, কবরস্থানটির উন্নয়নের জন্য একটি টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। কিছুদিনের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।