আজকের পত্রিকাআপনি দেখছেন ২৪-০৫-২০১৯ তারিখে পত্রিকা

সিলেটে ঈদের আগে রাস্তা খোঁড়াখুঁড়ি ভোগান্তিতে নগরবাসী

সিলেট ব্যুরো
| শেষ পাতা

রমজানে সিলেটে রাস্তা খোঁড়াখুঁড়িতে পথচারীদের ভোগান্তি চরমে। সরকারি মহিলা কলেজের সামনে থেকে বৃহস্পতিবার তোলা ছবি ষ আলোকিত বাংলাদেশ

ঈদের আগে সিলেট নগরীর প্রধান প্রধান কয়েকটি সড়কে খোঁড়াখুঁড়ির কারণে জনভোগান্তি বাড়ছে। এ অবস্থায় নগরীর বিভিন্ন রাস্তায় প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। ঈদে কাক্সিক্ষত ব্যবসা নিয়েও ব্যবসায়ীরা দুশ্চিন্তাগ্রস্ত। 

নগরীর ব্যস্ততম চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক। এ সড়কের দুই ধারে নগরীর বেশিরভাগ শপিংমলের অবস্থান। এসব শপিংমলকে ঘিরে জমে উঠে ঈদের কেনাকাটা। কিন্তু কিছুদিন ধরে রাস্তায় খোঁড়াখুঁড়ি ব্যবসায়ীদের ফেলে দিয়েছেন দুশ্চিন্তায়। 
সরেজমিন দেখা যায়, চৌহাট্টা থেকে জিন্দাবাজার সড়কের বাম পাশের ফুটপাতঘেঁষে কিছুদিন ধরে চলছে খোঁড়াখুঁড়ি। এছাড়া একই সড়কে জিন্দাবাজার অগ্রগামী উচ্চবিদ্যালয়ের সম্মুখে চলছে একটি কালভার্ট নির্মাণ কাজ। এ কালভার্ট নির্মাণের কারণে গত দুই মাস ধরে এ সড়কে চলাচলকারী যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সম্প্রতি কালভার্টের নির্মাণ কাজ শেষ হলেও এখন ওই এলাকায় চলছে ড্রেন নির্মাণের কাজ। পাশাপাশি জিন্দাবাজার পয়েন্ট টু পূর্ব জিন্দাবাজার এলাকায়ও চলছে ড্রেন নির্মাণের কাজ। রাস্তার খোঁড়াখুঁড়ির কারণে যানজট নিত্যসঙ্গী হয়ে উঠেছে। 
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) একটি সূত্র জানায়, চৌহাট্টা থেকে জিন্দাবাজার সড়কে ৩৩ কেভি/১১ কেভি ভূগর্ভস্থ ক্যাবল স্থাপনের কাজ চলছে। এ কারণে সড়কের পাঁচ ফুটেরও বেশি জায়গা খনন করা মাটি তুলে রাখা হয়েছে। ফলে যান চলাচলের জন্য অনেকটাই সরু হয়ে গেছে ব্যস্ততম এ সড়ক। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রবেশপথে খুঁড়ে রাখায় ক্রেতাদের প্রবেশে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। সিসিক সূত্র জানায়, চৌহাট্টা-জিন্দাবাজার সড়কের বাম পাশের খোঁড়াখুঁড়ি শেষ হলে এখন ফুটপাতঘেঁষে ডান পাশে চলবে খোঁড়াখুঁড়ির কাজ। আর এতে করে আরও বেশি ভোগান্তিতে পড়বেন ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতারা। 
মহিলা কলেজ বাণিজ্যিক ভবনের স্মার্ট পয়েন্টের ব্যবসায়ী আমির হোসেন বলেন, সামনে ঈদ আসছে। এখন হলো সারা বছরের বেচাবিক্রির সময়। এসময় খোঁড়াখুঁড়ির কারণে তারা চরম ক্ষতির সম্মুখীন। 
এ এলাকার আরেক ব্যবসায়ী ব্যবসায়ী শফিকুল ইসলাম ক্ষোভ জানিয়ে বলেন, সামনে ঈদ আসছে। বছরে একবার ব্যবসার সুযোগ এলো, অথচ খোঁড়াখুঁড়ির কারণে আমরা কাক্সিক্ষত ব্যবসা করতে পারব না। 
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের সহকারী প্রকৌশলী জিয়াউল হাসান বলেন, ‘নগরীতে তাদের শিডিউল ওয়ার্ক চলছে। ঈদের আগেই খনন করা জায়গায় মাটি ভরাট করা যাবে বলে মন্তব্য এ প্রকৌশলীর। মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ডেভেলপমেন্ট একটি কনটিনিউয়াস প্রসেস। উন্নয়ন কাজ করার ক্ষেত্রে ব্যবসায়ীদের সামান্য ক্ষতির বিষয়টি তাদের মেনে নিতে হবে। তিনি বলেন, ব্যবসায়ীসহ নগরবাসীর স্বার্থেই আমরা পরিচালনা করছি উন্নয়ন কাজ।