ঢাকা বিশ^বিদ্যালয় (ঢাবি) দিবস উদযাপন কমিটির এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ১ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, সিনেট ও সিন্ডিকেট সদস্যরা, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানগণ, শিক্ষক সমিতির নেতারা, অফিস প্রধানরা, ডাকসুর নেতারা ও বিভিন্ন সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় এ বছর ঢাবি দিবসের প্রতিপাদ্য ‘গুণগত শিক্ষা, প্রতিবন্ধকতা ও উত্তরণ’ নির্ধারণ করা হয় এবং বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করা হয়।
কর্মসূচি অনুযায়ী দিবসটি উপলক্ষে ওই দিন সকাল ১০টায় প্রশাসনিক ভবন সংলগ্ন মলে জমায়েত হয়ে ঢাবি ও হলগুলোর পতাকা উত্তোলন শেষে সাড়ে ১০টায় শোভাযাত্রা সহকারে টিএসসিতে গমন করা হবে। বিশ^বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে ‘গুণগত শিক্ষা, প্রতিবন্ধকতা ও উত্তরণ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। এছাড়া ঢাবি দিবসে চারুকলা অনুষদের উদ্যোগে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। দিবসটি উপলক্ষে ঢাবির সব অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, হল এবং ডাকসুর উদ্যোগে আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি
ঢাবি দিবস উদযাপন কমিটির সভা
| খবর