আজকের পত্রিকাআপনি দেখছেন ২৪-০৫-২০১৯ তারিখে পত্রিকা

কামরাঙ্গীরচরে ব্যবসায়ী হত্যা

সাবেক স্ত্রীসহ চারজনের মৃত্যুদন্ড

আদালত প্রতিবেদক
| প্রথম পাতা

রাজধানীর কামরাঙ্গীরচরে মনির হোসেন নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগে সাবেক স্ত্রীসহ চারজনকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদ-প্রাপ্ত আসামিরা হলেন মনির হোসেনের সাবেক স্ত্রী স্বর্ণা আক্তার কাকলী ওরফে নিপা, আনোয়ার হোসেন মোল্লা, মো. শরীফ মাতব্বর ওরফে শরীফ এবং ইব্রাহিম খলিল। এর মধ্যে স্বর্ণা আক্তার ও আনোয়ার দুইজন আদালতে হাজির ছিলেন। তাদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বাকি দুইজন পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়।
২০১৩ সালের ১৭ এপ্রিল পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামিরা যোগসাজশে ভিকটিম মনির হোসেনকে হত্যা করতে একটি বাসায় ফোন করে ডেকে নেয়। এরপর আসামিরা তাকে বালিশচাপা দিয়ে ও ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে আসামিরা তার লাশ গুম করার জন্য সাত খ- করে বস্তায় ভরে মুন্সিহাটি চামচ ফ্যাক্টরিসংলগ্ন বুড়িগঙ্গা নদীর পাড়ে ফেলে দেয়। সেই লাশের টুকরা পরে পুলিশ উদ্ধার করে। পরবর্তী সময় লাশের টুকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মনির হোসেনের প্রথম স্ত্রী মোছা. হাসিনা বেগম শনাক্ত করেন। এ ঘটনায় হাসিনা বেগম রাজধানীর কামরাঙ্গীরচর থানায় দ-বিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা করেন। ২০১৪ সালের ১৪ মে মামলা তদন্ত শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।