আজকের পত্রিকাআপনি দেখছেন ২৪-০৫-২০১৯ তারিখে পত্রিকা

‘মোদির জয়ে আমি খুবই খুশি’

| প্রথম পাতা

আলোকিত ডেস্ক : ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐতিহাসিক জয় স্পষ্ট হয়ে উঠতে থাকায় আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তার স্ত্রী যশোদাবেন মোদি। তিনি বলেছেন, আমি খুশি। আজ আমি খুব খুশি। আমি তো এটাই প্রার্থনা করে এসেছি। ভোটের ফল জানতে গোটা ভারত যখন টিভির সামনে যশোদাবেন তখন অম্বাজি মাতার মন্দিরে পূজা আর প্রার্থনায় রত। নরেন্দ্র মোদির নেতৃত্বে তিনশ’র বেশি আসনই তার কামনা।
আর শুধু প্রার্থনাই নয়, ভোর থেকে উপবাসও করছেন যশোদাবেন। তার কথায় মোদি সাহেব যাতে তিনশ’র বেশি আসন নিয়ে ফের সরকারে আসেন, সে জন্য ব্রত করেছি। উপোস ওর জন্যই। খবর বিডিনিউজ 
ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, দেশজুড়ে সকাল ৮টায় ভোটগণনা শুরু হয়েছে। প্রথম ১ ঘণ্টা টিভির দিকে তাকাননি যশোদাবেন। স্নান সেরে সাড়ে ৮টায় বেরিয়ে পড়েন অম্বাজি মাতার মন্দিরের উদ্দেশে। ভাইয়ের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরেই ওই মন্দির। যশোদাবেন বলেন, বৃহস্পতিবার গুরুবার। মানে গুরুর দিন। আমি গুরুর জন্য উপোস আছি। একই সঙ্গে অম্বাজি মাতা এবং মহাকালেশ্বরের জন্যও। আর তখনি একটু থেমে তিনি জানান মোদির জন্য এবং নির্বাচনে মোদির জয়ের জন্যও তার এ উপবাস।
যশোদাবেন যে পুজোঅর্চণা আর উপোসের ওপরেই থাকেন তা জানা গিয়েছিল আগেই। নিয়মিত মন্দিরে যান কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওটাই তো আছে জীবনে। ভগবানকে মনপ্রাণ দিয়ে ডাকি। সবই ওর জন্য। তাই এবারও সে কাজটিই নিষ্ঠার সঙ্গে করে চলেছেন তিনি। সব কেন্দ্রের ফল প্রকাশ্যে আসার পরই ভোর থেকে রাখা উপবাস ভাঙবেন বলে জানান যশোদাবেন। কিন্তু সব ফল আসতে অনেকটাই রাত হয়ে যাবে। তাতেও ভ্রুক্ষেপ নেই যশোদাবেনের। তিনি বলেন, হ্যাঁ তা তো হবেই। কিন্তু সব ফল না জানা গেলে উপোস ভাঙব কী করে! তার পর একটু হেসে তিনি বলেন, টিভিতে যদিও বোঝা যাচ্ছে, তিনশ’র অনেক বেশি পাচ্ছেন উনি।
মন্দির থেকে ঘণ্টাখানেকের মধ্যে ফিরে আসার পর আর টিভির সামনে থেকে ওঠেননি যশোদাবেন। মাঝে মাঝেই তিনি প্রার্থনায় বসছেন আবার একটু চোখও বুলিয়ে নিচ্ছেন টিভিতে।