আজকের পত্রিকাআপনি দেখছেন ২৪-০৫-২০১৯ তারিখে পত্রিকা

সংবাদ সংক্ষেপ

| দেশ

কর্মশালা
রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রানীশংকৈল উপজেলা মিলনায়তন সভাকক্ষে বৃহস্পতিবার ‘উপজেলা পর্যায়ে তরুণ জনগোষ্ঠীর পরিস্থিতি বিশ্লেষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শামীম হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কো-অডিনেটর, ইএসডিও ঠাকুরগাঁও। উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না। পরে বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও সেফালী বেগম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, পুলিশ পরিদর্শক খায়রুল আলম বক্তব্য রাখেন। কর্মসূচি পরিচালনা করেন আতিফা ইসলাম ঋতু।


ইফতার বিতরণ
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার পৌর এলাকার গরিব, অসহায়, প্রতিবন্ধী সাড়ে ৬ শতাধিক বাসিন্দার মধ্যে বৃহস্পতিবার চাল, তেল, ডালসহ সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ করে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) পালস বাংলাদেশ। এর আগে রোহিঙ্গা ক্যাম্পেও তারা খাবার সামগ্রী বিতরণ করে। পালস বাংলাদেশ কার্যালয় প্রাঙ্গণে সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কক্সবাজারের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় মহিলা পার্টির সভানেত্রী আলহাজ খোরশেদ আরা হক। পালস বাংলাদেশের প্রধান নির্বাহী সাইফুল ইসলাম চৌধুরী কলিম এতে সভাপতিত্ব করেন। 


প্রশিক্ষণ শুরু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী সিআরসি, সিডও এবং মীনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ অ .ম রশিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন জেন্ডার বিশেষজ্ঞ আবদুল্লাহ্ শাহরিয়ার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী ও পিআইবি’র সহকারী প্রশিক্ষক নাসিমুল আহসান।


শিক্ষার্থীর লাশ 
নকলা (শেরপুর) প্রতিনিধি 

শেরপুরের নকলার পাঠাকাটা গ্রাম থেকে আরিফা নামে সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ বুধবার রাতে উদ্ধার করেছে পুলিশ। সে একই গ্রামের ভ্যানচালক রফিকুল ইসলামের মেয়ে এবং পাঠাকাটা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। নকলা থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, আরিফার আত্মহত্যার প্রকৃত কারণ এখনও জানা সম্ভব হয়নি। 


অগ্নিকান্ড
ভৈরব প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবের ঘোড়াকান্দা এলাকার কয়েল কারখানায় বুধবার রাতে অগ্নিকা-ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত মালিকের। খবর পেয়ে ভৈরব বাজার ও ভৈরব নদী ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে বাজিতপুর থেকে আরও একটি ফায়ার সার্ভিসের ইউনিট যোগ দেয়। তারা টানা ৩ ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।